দলের পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করবেন: পিটিআই

0
0

পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন ইমরান খান। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এবং পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। শাহবাজ বিরোধীদলীয় জোটের প্রার্থী। আর মাহমুদ কোরেশি ইমরানের দল পিটিআই সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

এখন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণ করা হলে পিটিআইয়ের আইনপ্রণেতারা পার্লামেন্ট থেকে সোমবার পদত্যাগ করবেন। রোববার তিনি এই কথা বলেন। খবর জিও টিভির।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ বলেন, পিটিআই প্রধান ইমরান খান দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বানি গালায় বৈঠক করেছেন। সেখানে তিনি আবারও বলেছেন তার ক্ষমতাচ্যুতি বিদেশি শক্তির সমর্থনে শাসন পরিবর্তন অপারেশনের অংশ ছিল।

ফাওয়াদ বলেন, যখন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত বাইরে থেকে নেওয়া হয়, তখন এটি দাসত্বের বড় লক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here