চীনের মতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে হবে: ফখরুল

0
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সমকাল পত্রিকায় খবরের শিরোনাম হচ্ছে- ‘তরল গ্যাসে গরল হিসাব’। লোম শিহরিয়ে উঠবে। হাজার হাজার কোটি টাকা কীভাবে বের করে নিয়ে চলে যাচ্ছে। বিদেশে পাচার হচ্ছে। ইতিমধ্যে এই মহেশখালী ভাসমান এলএমএনজি টার্মিনাল প্রকল্প থেকে ১১ হাজার ৬শ ১০ কোটি টাকা চলে গেছে। এভাবে প্রত্যেকটা প্রকল্প থেকে লুটপাট হচ্ছে। এ রকম একটা ভয়াবহ অবস্থা।

তিনি আরও বলেন, ‘ড. আকবর আলী খান বিএনপি করেন না। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। এটা শুধু তার কথা নয়, এটা সকলেরই কথা। পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। মুক্তির একটাই মাত্র পথ সামনে খোলা। চীনের মতো একটা বিপ্লব আমাদের ঘটিয়ে ফেলতে হবে।’

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘মওলানা ভাসানী বিরচিত মাও সে তুঙ এর দেশে’ শীর্ষক গ্রন্থের নতুন সংস্করণের প্রকাশনার মোড়ক উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘শোভা প্রকাশনী’র এই গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি আবদুল হাই শিকদার।

 

দেশের এই লুটপাট অবস্থার পরিবর্তনে প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সাদামাটায় যেটা বুঝি, আমাদের এটা দুঃসহ। এটা সহ্য করা যাচ্ছে না। অস্বাভাবিক দুঃসহ একটা যন্ত্রণা বাংলাদেশের মানুষের কাছে। এই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। মুক্তির পথটা খুঁজে বের করতে হবে- কোন পথে গেলে মুক্তি, কীভাবে গেলে মুক্তি আসবে। প্রথমে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সুষ্ঠু নির্বাচন দরকার।

২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চীন সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘ওই সফরে তারেক রহমানও ছিলেন। চীনের প্রধানমন্ত্রী তখনই বলেছিলেন, কেরি দ্যা ফ্লাগ অব ইউর ফাদার এন্ড মাদার। এখন বাংলাদেশের গোটা জাতি বলছে তারেক রহমানকে বলছে, ক্যারি দ্যা ফ্লাগ অব ইউর ফাদার এন্ড মাদার।’

 

পাঠ্য বইয়ে একজনরই নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্কুলের বাচ্চাদের একজন ব্যক্তিকেই চেনানো হচ্ছে। এ দেশের স্বাধীনতা, এ দেশের সংগ্রাম, এ দেশের মানুষের পরিবর্তনের যে ব্যবস্থা এর কোনটাতেই কারো কোনো অবদান নেই শুধু একজনের অবদান ছাড়া। আজকে কি হয়েছে? আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতিটা ক্ষেত্রে হচ্ছে শোষণ আর লুন্ঠন। এখনো সেই একইভাবে বর্গীদের মতো লুন্ঠন চলছে, একইভাবে সব নিয়ে চলে যাচ্ছে। শুধু নিয়ে যাচ্ছে নয়, ভয়াবহভাবে নিয়ে যাচ্ছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমূল হক নান্নু, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here