ধর্ম অবমাননার অভিযোগের মামলায় কারাবন্দি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল কারামুক্ত হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। রোববার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেন বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। কী কারণে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে এমন প্রশ্নের তিনি বলেন, ‘আমি বলতে পারছি না কী ঘটছে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ রেষারেষি থেকেও হতে পারে, প্রাইভেট পড়ানো নিয়েও হতে পারে।’
রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে এজলাসে প্রবেশ করেন জেলা ও দায়রা জজ আদালতের ও দায়িত্বপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা দায়রা জজ মোতাহারাত আখতার ভূইয়া। ১২টা ৪৮ মিনিটে আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, যা চলে বেলা ১টা ১২ মিনিট পর্যন্ত। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুরু হয়, যা ১টা ১৮ মিনিটে শেষ হয়। দুইপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে ১টা ২০ মিনিটে আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
হৃদয় মণ্ডলেন আইনজীবী বলেন, ‘দুপুর ১টা ৫০ মিনিটের পর তার জামিননামা দাখিল করা হয়। এরপর জামিননামায় স্বাক্ষর করেন বিচারক। তারপর জামিননামা কারাগারে পাঠানো হয়। কারাগারের জেলার জামিননামা দেখে কাগজপত্রের সঙ্গে মিলিয়ে সব প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে হৃদয়কে মুক্তি দেন।’ এর আগে জামিন শুনানির সময় স্ত্রী ববিতা হাওলাদার, দুই সন্তান শ্রেষ্ঠ মণ্ডল ও সৃষ্টি মণ্ডলসহ স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন।