র‌্যাবের নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের অনুরোধ সরকারের

0
0

র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র সচিব সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছেন শারমেন।

শারমেনের সঙ্গে আলোচনায় র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উপস্থাপন করেন মাসুদ বিন মোমেন। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ভেস্তে যাবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন ঢাকা। সার্বিকভাবে বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আরোপিত নিষেধাজ্ঞায় আংশিক ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। এ ছাড়া পররাষ্ট্র সচিব ডিজিটাল নিরাপত্তা আইন কোন প্রেক্ষাপটে করা হয়েছে এবং এ আইনের কয়েকটি ধারা পুনর্মূল্যায়নে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ চলছে বলেও শারমেনকে জানান।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক সুমনা গুহ রায়ের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন পররাষ্ট্র সচিব। সেখানেও তিনি একই অনুরোধ জানান। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সুমনা গুহ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত পরবর্তী গণতান্ত্রিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ ছাড়া শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের সদিচ্ছার প্রশংসা করেছেন। তিনি বেসরকারি কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন বাস্তবায়নসহ শ্রমিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলোকে ত্বরান্বিত করার ওপর জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here