রাশিয়া সফরে না যেতে বলেছিল যুক্তরাষ্ট্র: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

0
13

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের উপদেষ্টা পাকিস্তানের প্রতিনিধিকে রাশিয়া সফর এড়াতে বলেছিলেন বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

শাহ মাহমুদ কুরেশি বলেছেন, যখন ন্যাশনাল সিকিউরিটি কমিটিকে (এনএসসি) ‘অতিগোপনীয় নথির’ বিস্তারিত সম্পর্কে জানানো হয়েছিল তখন ফোরামটি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক পদক্ষেপের সিদ্ধান্ত নেয় এবং সংসদে বিষয়টি প্রমাণের জন্য অধিবেশনের নির্দেশ দেয়।

শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা। আর এর মাধ্যমে ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে।

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে নিজের বক্তব্যের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা খাজা সাদ রফিকের বাধার মুখে পড়েন। এর মধ্যেই কুরেশি বলেন, এপ্রিলের ৩ তারিখ ডেপুটি স্পিকার কখনো অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির বিরোধিতা করেননি। তিনি শুধু বলেছেন একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি সামনে এসেছে এবং নতুন এই পরিস্থিতিতে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া উচিত।

 

জাতীয় পরিষদের সদস্যদের নিজেদের কেনাবেচার দিকটির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংবাদমাধ্যম এবং পাকিস্তানের জনগণ ‘দর কষাকষির’ পরিস্থিতি এবং ‘কেনাবেচার বাজার’ সম্পর্কে অবগত। এ সময় তিনি জাতীয় পরিষদের বিরোধী সদস্যদের বিরুদ্ধে জাতীয় পরিষদ সদস্যদের আনুগত্য কেনার জন্য অসাংবিধানিক ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here