পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে তাদের তাঁবেদারি করছেন’

0
0

বিদেশিদের কাছে ধরনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে তাঁবেদারি করছেন। এমনকি সে নিজে এমন জায়গায় নিজেকে নামিয়েছেন যে, যখন নাকি তার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, খাওয়ার ছিল না, তখন আমেরিকা আশ্রয় দিয়েছে। এমন একজন ধামাধরা পররাষ্ট্রমন্ত্রী; তিনি আমেরিকা গিয়ে অনুরোধ করে ধরনা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন।

 

শনিবার নবনির্বাচিত সিলেট জেলা কমিটির নেতারা রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

গত ২৯ মার্চ কাউন্সিলরদের গোপন ভোটে সিলেট জেলা বিএনপির কমিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি, ইমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক ও শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

 

খন্দকার মোশাররফ বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না সেই পরামর্শ দেবে জনগণ। অন্য কেউ না। জনগণ যেদিন পরামর্শ দেবে, জনগণের যেদিন আস্থা হবে যে এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে, ইভিএম এর মাধ্যমে নয়, সেদিনই জনগণ বলবে এবং বিএনপি নির্বাচনে যাবে। জনগণের দল হিসেবে বিএনপি নির্বাচনে যাবে তবে কোনো বিদেশীর পরামর্শে নয়।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে জনগণ যাদের নির্বাচিত করে তারাই সরকার গঠন করবে।

 

এসময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতম, আবদুর রাজ্জাকসহ সিলেটের বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here