দুই বছর পর জাতীয় ঈদগাহে হবে জামাত, চলছে প্রস্তুতি

0
13

করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে চলছে প্যান্ডেল তৈরির কাজ।

শনিবার (৯ এপ্রিল) রমজানের ৭ম দিনে জাতীয় ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, মাঠে বাঁশের স্তুপ, খোঁড়াখুঁড়ি ও বাঁশের খুটি বসানোর কাজ চলছে। এরই মধ্যে মাঠের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সবচেয়ে উঁচু বাঁশের খাটালসহ (খুটির সারি) মোট চারটি খাটাল বসানো হয়েছে। পুরো মাঠে মোট ১৬টি খাটাল (খুটির সারি) বসবে বলে জানা গেছে।

প্যান্ডেলের কাজে নিয়োজিত পঞ্চাশোর্ধ্ব শ্রমিক আ. রহিম বলেন, আমি ঠিকাদারের খাস শ্রমিক হিসেবে কাজ করি। প্রতি বছরই প্যান্ডেল নির্মাণে আমি থাকি। করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল। এবার কাজ করতে পেরে ভালো লাগছে। এবার আমরা ৫০ জন শ্রমিক নিয়ে কাজ শুরু করেছি। ১০ রমজানের পর আরও কিছু শ্রমিক নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here