রাশিয়া থেকে নেওয়া গ্যাসের মূল্য রুবলে পরিশোধ সংক্রান্ত বিষয়টির বাস্তবসম্মত সমাধানের ব্যাপারে কাজ করছে হাঙ্গেরি। বুধবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এই তথ্য জানান।
গ্যাসের মূল্য রুবলে পরিশোধ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, মে মাসের শেষে গ্যাজপ্রমকে তার প্রথম মূল্য পরিশোধের বাধ্যবাধকতা হাঙ্গেরিকে পূরণ করতে হবে। তাই একটি বাস্তবসম্মত সমাধানে কাজ করা হচ্ছে। রাশিয়ান বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে।
সিজ্জার্তো পরিষ্কার করে বলেন, মস্কোর সঙ্গে চুক্তি অনুযায়ীই রাশিয়ান গ্যাসের মূল্য পরিশোধের বিষয়ে হাঙ্গেরি সিদ্ধান্ত নেবে, অন্য কোনো দেশের উদাহরণ অনুসরণ করে বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের চাপে নয়।
২০২১ সালের সেপ্টেম্বরে হাঙ্গেরি গ্যাজপ্রমের সঙ্গে দীর্ঘমেয়াদী দুটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী ইউক্রেনের পাশ দিয়ে সার্বিয়া ও অস্ট্রিয়ার মধ্য দিয়ে পাইপলাইনে গ্যাজপ্রম প্রতি বছর মোট ৪.৫ বিলিয়ন কিউবিক মিটার জ্বালানি হাঙ্গেরিতে সরবরাহ করবে। ১৫ বছর মেয়াদী এই চুক্তি ১০ বছর পার হওয়ার আবার রিভিউ করা হতে পারে।