অনাস্থা প্রস্তাব বাতিল’ নিয়ে শুনানি শেষ, রায় সন্ধ্যা সাড়ে ৭টায়

0
15

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের তোলা অনাস্থা প্রস্তাব বাতিলের আদেশের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ডন এবং কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুনানি আপাতত মূলতবি আছে। সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) রায় ঘোষণা করা হবে।

গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

এরপরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট।

পুরো প্রক্রিয়াটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিরোধীরা। সুপ্রিম কোর্ট অনাস্থা প্রস্তাব খারিজের দিনই স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here