অনাস্থা প্রস্তাব নাকচ ও পার্লামেন্ট ভেঙে দেওয়া অবৈধ: পাকিস্তানের সুপ্রিম কোর্ট

0
0

পাকিস্তানে সাংবিধানিক সংকট নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নাকচ করা ও পরপরই প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এখন কী হতে যাচ্ছে পাকিস্তানে, সেদিকেই সবার দৃষ্টি। খবর দ্য ডনের।

এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির দেওয়া আদেশ ভুল ছিল-এটি পরিস্কার।

এর মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অনাস্থা প্রস্তাব খারিজের বিষয় নিয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) রুলের শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here