মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযানে ২০৩ জন নিহত

0
0

মালির সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, দেশটির কেন্দ্রস্থলে তাদের সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে।

তারা বলছে, মালির সাহেলের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। যাকে একটি ‘সন্ত্রাসী জাগরণ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। খবর এএফপির।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অভিযানে ২০৩ সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, মউরিতে বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন লোক নিহত হয়েছে।

তবে এএফপি সেনাবাহিনীর দাবিকৃত মৃতের সংখ্যা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবেদন যাচাই করতে পারেনি। কারণ মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্য সূত্রের ঘাটতি রয়েছে।

প্রায় ২১ মিলিয়ন লোকের একটি দরিদ্র দেশ মালি। প্রতিবেশী দেশ বুর্কিনা ফাসো এবং নাইজেরিয়ায় জিহাদ ছড়িয়ে পড়ার আগে থেকেই বিদ্রোহ নিয়ন্ত্রণে লড়াই করে চলছে দেশটি।

দেশটিতে অসংখ্য বিদ্রোহ গোষ্ঠী রয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিক এবং সৈন্য সংঘর্ষে নিহত হয়েছে।

সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মালির সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা বেসামরিক নাগরিকের জন্য বিপর্যয় ডেকে এনেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here