বিএনপির আন্দোলন রাখাল-বাঘের গল্প বৈ কিছু নয়: ওবায়দুল কাদের

0
12

নিরপেক্ষ-নির্দলীয় সরকার ব্যবস্থা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও সর্বশেষ জাতীয় সরকারের দাবিতে বিএনপির গণআন্দোলনের ডাক শিশুতোষ রাখা বালক ও বাঘের গল্পের মতোই মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপির গণআন্দোলন, গণঅভ্যুত্থানের ডাক ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। এই ডাক রাখাল বালক ও বাঘের শিশুতোষ গল্পসম। প্রকৃতপক্ষে দেশে গণআন্দোলনের মতো বস্তুগত কোনো পরিস্থিতি নেই।’

ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর ধরে বিএনপি যে আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছে, তাতে শুধু জনগণই নয়, দলীয় নেতাকর্মীদের সমর্থনও পায়নি।

তিনি বলেন, ‘গত এক যুগ ধরে নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সরকারের পর এখন জাতীয় সরকারের দাবি জানাচ্ছে। আসলে বিএনপি জানে না তারা নিজেরা কখন কী বলে।’

বিএনপির আন্দোল নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিএনপি নেতারা অভিযোগ করছেন, আমরা না কি বলছি বিএনপির আন্দোলনের নেতা কে? এটা তো জনগণেরই প্রশ্ন। তারা কার জন্য আন্দোলন করছেন…? সেই দণ্ডপ্রাপ্ত আসামি যিনি আর কোনোদিন রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন?’

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এদিক-ওদিক না তাকিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে লাভ হবে না। ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলতে হলে নির্বাচনের জন্য প্রস্তুত হন। সময় ও স্রোত যেমন কারও যেন অপেক্ষা করে না, তেমনিভাবে নির্বাচনও কারও জন্য বসে থাকবে না। সংবিধান মোতাবেক নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’

এদিন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here