কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলবে কোন দুটি দল? সূচি না দেখেই অন্তত একটি দলের নাম বলে দেওয়া যায়। কাতার, যেহেতু আয়োজক দেশ। ২০০৬ বিশ্বকাপ থেকে এটাই অলিখিত প্রথা। প্রথম ম্যাচে রাখা হয় আয়োজক দেশকে। ভুল। কাতার বিশ্বকাপে তা হচ্ছে না।
দোহায় সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। কাল বিশ্বকাপের দলগুলোর ড্র শেষে জানায় ফিফা। কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কাতার। সেনেগাল-নেদারল্যান্ডস এবং কাতার-ইকুয়েডর ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। এদিন থেকেই শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ফিফার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, সেদিন এ দুটি ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়েছে। ২০০৬ বিশ্বকাপ থেকে আয়োজক দেশকে প্রথম ম্যাচ খেলতে দেখা যায়। তার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেখা যেত বিশ্বকাপের প্রথম ম্যাচে।
২১ নভেম্বর মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’ থেকে দুটি ম্যাচ ও ‘বি’ গ্রুপ থেকে আরও দুটি ম্যাচ হবে। প্রথম দিনে এই চার ম্যাচের মধ্যে সবার আগে মাঠে নামবে সেনেগাল ও নেদারল্যান্ডস। দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টায় সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আল-বায়াত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।
সংবাদমাধ্যম ‘ইএসপিএন’-এর সম্পাদক ডেল জনসন টুইটেও খবরটি নিশ্চিত করেন, ‘কাতার-ইকুয়েডর নয়, সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ বিশ্বকাপ।