পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি রাশিয়া সফরে যাওয়ার কারণে একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে। শুক্রবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
‘ইসলামাবাদ নিরাপত্তা আলোচনা’ অনুষ্ঠানে দেয়া এক বিবৃতিতে ইমরান খান বলেন, তিনি রাশিয়া সফর করার কারণে এমন একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে, যারা ভারতকে সহায়তা করে। তারা ভারতের মিত্ররাষ্ট্র। আজ আমি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি প্রকাশ করতে যাচ্ছি, ওই বিবৃতিতে বলা হয়েছে যে তারা ভারতকে কোনো বিষয়ে আদেশ করবেন না কারণ তারা স্বাধীন রাষ্ট্র। আমি তাদেরকে এ ধরনের সমর্থনের কারণে কোনো দোষারোপ করতে পারি না। কারণ, এখন যা ঘটছে তা আমাদের ভুলের কারণেই হচ্ছে।
পাকিস্তান পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য শাহবাজ শরিফকে বিদ্রূপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তিনি বলছেন যে আমার বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্র ক্ষেপে যাবে। তার ধারণা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া পাকিস্তান টিকে থাকতে পারবে না।
তিনি বিরোধী রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বলেন, এসব বিরোধী দলের নেতাদের কারণে পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হয়েছে। তারা তাদের স্বার্থের জন্য পাকিস্তানকে বিশ্ব দরবারে অপমানিত করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সমন্বিত সমৃদ্ধি, আইনের শাসন ও স্বাধীন পররাষ্ট্র নীতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার মূল উপাদান।
তিনি আরো বলেন, অসম উন্নয়ন, ধনী ও গরিবের মধ্যে ব্যাপক ব্যবধান এবং (পাকিস্তানের) সমস্ত সম্পদ কয়েকজন অভিজাত ব্যক্তির হাতে থাকলে দেশ অরক্ষিত হয়ে যাবে।
সূত্র : জিও নিউজ