উইকেটের গতি-প্রকৃতি বুঝেই টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ডারবান টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে অধিনায়কের সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি বোলাররা। প্রথম সেশন বিনা উইকেটেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ২৫ ওভারে দলীয় রান আসে ৯৫।
প্রথম সেশনের শেষের দিকে একটি ক্যাচ মিসের আফসোসে পোড়ে বাংলাদেশ। মিরাজের বলে ক্যাচটি ছাড়েন লিটন দাস। তবে দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে দুটি উইকেট এনে দেন খালেদ ও মিরাজ।
প্রথম উইকেট এনে দেন খালেদ আহমেদ। তিনি আউট করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে। ওভার দা উইকেটে করা খালেদের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যায় আরেকটু। তবে এলগারের মূল বিপদটা হয় বাউন্সে। বলটি আচমকাই বাড়তি লাফিয়ে ওঠে। এলগারের গ্লাভস ছুঁয়ে বল যায় পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে দুই হাতে বল গ্লাভসবন্দি করেন লিটন।
সাজঘরে ফেরার আগে এলগার করে যান ১০১ বলে ৬৭ রান। তার ইনিংসে ছিল ১১টি চারের মার। পরের ওভারেই দ্বিতীয় উইকেটের পতন। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার সারেল। ১০২ বলে ৬টি চারে ৪১ রান করেন তিনি।
শুরু থেকেই লড়াই করে উইকেট আঁকড়ে রাখা সারেল হুট করেই মনোযোগ হারিয়ে খেললেন আলগা শট। মেহেদী হাসান মিরাজ বল ভাসিয়ে দিয়েছিলেন বাতাসে। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল টার্ন করে আরেকটু বাইরে যাচ্ছিল। বাঁহাতি এই ব্যাটার জায়গায় দাঁড়িয়েই চেষ্টা করেন অনেক দূরের বল ড্রাইভ করতে। ব্যাটে লেগে বল আঘাত করে স্টাম্পে।
পরে কিগান পিটারসেন রান আউট হয়ে ফিরে গেছেন প্যাভেলিয়নে। তিনি ৩৬ বলে করেছেন ১৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ ওভার খেলে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। ব্যাট করছেন টেম্বা বাভুমা ও রাইয়ান রিকেলটন।