ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে রাশিয়ার নতুন হামলা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে এ কথা বলেন। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, দোনবাসে নতুন করে হামলা চালানোর জন্য রাশিয়া সেনা জড়ো করছে। আমরাও প্রস্তুতি নিচ্ছি।
রাশিয়া সম্প্রতি ঘোষণা করে, দেশটির প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন দখল।
কিয়েভ ও চেরনিহিভে সামরিক অভিযান কমিয়ে আনার যে ঘোষণা রাশিয়া দিয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমরা কাউকেই বিশ্বাস করি না—আমরা কোনো মৌখিক বাক্যকে বিশ্বাস করি না।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার ঘোষণাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। প্রতিশ্রুতি দেওয়ার পরও রাশিয়ার বাহিনী কিয়েভ ও চেরনিহিভে হামলা চালিয়েছে।
এদিকে ভয়াবহ হামলার ঘটনার খবর পাওয়া গেছে কিয়েভের নিকটবর্তী ইরপিন শহরে। এ ছাড়া দোনবাস অঞ্চলেও হামলার ঘটনা বাড়ছে।
জেলেনস্কি ইউক্রেনের ভূমি রক্ষার কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কোনো ছাড় দেব না। আমরা আমাদের প্রতি মিটার ভূমি ও প্রত্যেক মানুষের জন্য লড়াই করব।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর ৩৬তম দিনেও হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।