ইউক্রেনের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া রাশিয়ার শীর্ষ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, কিয়েভের আশপাশ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের তীব্রতা কমানোর রাশিয়ার প্রতিশ্রুতি মানে যুদ্ধবিরতি নয়।
মঙ্গলবার ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিতীয় ধাপের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
তুরস্কে অনুষ্ঠিত এই আলোচনার মধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ এবং চেরনিহিভে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা কমাবে। রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেক্সান্ডার ফোমিন বলেন, এই সিদ্ধান্তের মানে হলো সংঘাত বন্ধের লক্ষ্যে এবং ‘অধিকতর আলোচনার পরিস্থিতি তৈরিতে’ চলমান আলোচনায় ‘আস্থা বাড়নো’।
রাশিয়ান বার্তা সংস্থা তাসকে ভ্লাদিমির মেডিনস্কি এক সাক্ষাৎকারে বলেন, এটা যুদ্ধবিরতি নয়। এটা অন্তত এই ফ্রন্টে ধীরে ধীরে সংঘাত কমিয়ে আনার ব্যাপারে আমাদের আকাঙ্ক্ষা।