সরে গেলে এমকিউএমপি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান খান

0
0

পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ, ইমরান খানের সহযোগী দল এমকিউএমপি ( মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান) এখন বিরোধী দলগুলোর জোটের সাথে আঁতাত করেছে। মঙ্গলবার রাতে পার্লামেন্টে আসন্ন অনাস্থা ভোটের বিষয়ে তারা বিরোধীদের সাথে চুক্তিও করেছে। এখন এ চুক্তির বিষয়ে যেকোনো সময় একটি ঘোষণা আসতে পারে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন অনুসারে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান দলের মুখপাত্র জানিয়েছেন, বিরোধী দলগুলোর জোটের সাথে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। তিনি আরো বলেছেন, এ বিষয়ে এমকিউএমপির সমন্বয় কমিটির অনুমোদনের পর এ দলটির পক্ষ থকে ঘোষণা আসবে।

পাকিস্তানের সম্মিলিত বিরোধী দলগুলোর নেতা ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, সম্মিলিত বিরোধী দলগুলোর জোট ও এমকিউএম (মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান) একটি চুক্তিতে পৌঁছেছে। আগামীকাল আমরা এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দিব।

 

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here