মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন আক্রমণের পর থেকে শান্তির পথ অনুসরণের ব্যাপারে রাশিয়ার ‘প্রকৃত আগ্রহের কোনো লক্ষণ’ যুক্তরাষ্ট্র দেখছে না।
মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত এই আলোচনার পর মস্কো ঘোষণা দিয়েছে, ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা কমাবে। রাশিয়ার এই ঘোষণার পরই ব্লিনকেন এই মন্তব্য করেন। খবর বিবিসি অনলাইনের।
এদিকে আলোচনার আয়োজক দেশ তুরস্কও প্রথম দিনের আলোচনা শেষে বলেছে, রাশিয়া-ইউক্রেন আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু ব্লিনকেন বলেছেন, রাশিয়া যা বলে এবং যা করে তার মধ্যে পার্থক্য রয়েছে। পরবর্তীতে কি ঘটে তার দিকে যুক্তরাষ্ট্র দৃষ্টি নিবন্ধ করেছে।
এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার এখন অভিযান শেষ করা এব সৈন্য ফিরিয়ে নেওয়া উচিত।