হামলার তীব্রতা কমেছে, মনোযোগ আলোচনায়

0
8

থেমে থেমে গোলাবর্ষণ হলেও ইউক্রেনীয় ও রুশ বাহিনীর হামলা-পাল্টা হামলার তীব্রতা কমেছে। গতকাল সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেন যুদ্ধের বিষয়ে এমন তথ্য পাওয়া গেছে। শান্তি আলোচনায় দু’পক্ষের মনোযোগের খবর বড় করে এসেছে।

রুশ সেনাদের অবস্থান বদল, সফর শেষে জো বাইডেনের দেশে ফেরা, তারপর রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির সাক্ষাৎকার এবং ভদ্মাদিমির পুতিন ও রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ- পর্যায়ক্রমিক এসব ঘটনার পর থেকে এই অগ্রগতি দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম ও পোল্যান্ড সফর করার আগে মস্কো ও কিয়েভের প্রতিনিধি দলের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতির খবর দু’পক্ষ দিয়েছিল। বাইডেনের সফর ঘিরে যুদ্ধের তীব্রতা বেড়ে যায়, আলোচনায় ভাটা পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ইউরোপ ছেড়ে যাওয়ার পর আবার দু’পক্ষ মুখোমুখি বসার দিনক্ষণ ঘোষণা করেছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তাদের প্রতিনিধিরা আজ মঙ্গলবার তুরস্কে মুখোমুখি শান্তি আলোচনায় বসবেন। ক্রেমলিনের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তখন এরদোয়ান যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি করার জন্য পুতিনকে অনুরোধ করেন। তাদের আলোচনার পর তুরস্কের পক্ষ থেকে জেলেনস্কির সঙ্গে কথা বলা হয়। জেলেনস্কি জানান, তুরস্কে তাদের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিদের মঙ্গলবার বৈঠক হবে।

 

রোববার রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তিচুক্তির ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি। তবে জেলেনস্কি বলেছেন, চুক্তির নিশ্চয়তার জন্য তৃতীয় পক্ষের অংশগ্রহণ থাকতে হবে এবং চুক্তি চূড়ান্ত করার আগে ইউক্রেনে গণভোট হবে।

 

রুশ সাংবাদিকদের জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনে রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর ভাষার অধিকার সংরক্ষণ করা হবে। এই ইস্যুতে প্রথমবারের মতো নিশ্চয়তা দিলেন জেলেনস্কি। তবে ইউক্রেনকে নিরস্ত্রীকরণে মস্কোর দাবি মেনে নেবেন না তারা।

ভূরাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের কারণে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের ওপর পুতিন ও জেলেনস্কির আস্থা দেখা যাচ্ছে। একই ভূমিকায় ফ্রান্স থাকলেও তুরস্কের ওপরই আস্থা রাখছে দুই দেশ।

 

গতকাল ইউক্রেনের বড় বড় শহরে তেমন বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে ইউক্রেন অভিযোগ করেছে, মারিউপোলে গোলাবর্ষণ চালাচ্ছে রুশ সেনারা। রোববার রাতে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা নিয়ে পরস্পরকে দুষছে দু’পক্ষ। এদিকে ইউক্রেনের এক মন্ত্রী অভিযোগ করেছেন, রুশ সেনারা ধর্ষণ ও লুটপাট করেছে। যদিও এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেনি।

 

‘মানবিক করিডোর’ নিরাপদ নয় :নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার যে মানবিক করিডোর চালু করেছে রাশিয়া ও ইউক্রেন, সেখান দিয়ে কয়েকশ মানুষ যেতে পেরেছে। কিয়েভের অভিযোগ, ওই পথে রুশ সেনারা হামলা চালাচ্ছে। এ অবস্থায় ক্ষুধার্ত মানুষ রাশিয়া ও রুশ সেনাদের নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে বাধ্য হচ্ছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তারা।

ইউক্রেনকে কোরিয়ার মতো দুই টুকরো করতে চায় রাশিয়া’:ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস ও পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে, দোনবাস অঞ্চলসহ রুশ সীমান্তবর্তী আরও অঞ্চল ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করতে চাইছে রাশিয়া, যাতে করে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো দুটি দেশ তৈরি করা যায়। তবে অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে পারেননি ওই গোয়েন্দা কর্মকর্তারা।

 

রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের চলা অসম্ভব :সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেহরিদা আল-কাবি বলছেন, প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরতার বিকল্প উৎস বাস্তবে পাওয়া সম্ভব নয়। বিশ্বে সরবরাহ করা গ্যাসের ৩০-৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। এর বিকল্প খুঁজতে ইউরোপের সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রাশিয়ার বিকল্প পাওয়া সম্ভব নয়।

 

বন্ধু নয়, এমন সব দেশের নাগরিকদের রাশিয়ায় প্রবেশ বন্ধ :নিষেধাজ্ঞার জবাব হিসেবে রাশিয়ার বন্ধু তালিকায় নেই, এমন সব দেশের নাগরিকদের জন্য রাশিয়ায় প্রবেশ বন্ধ করছে মস্কো। ওই সব দেশের মানুষকে ভিসা না দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র :বিবিসি, এএফপি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here