সবুজবাগে গৃহবধূ হত্যা মামলায় এসির টেকনিশিয়ান বাপ্পী ৫ দিনের রিমান্ডে

0
0

রাজধানীর সবুজবাগে দুই শিশুর মুখে স্কচটেপ প্যাঁচিয়ে মাকে হত্যার মামলায় এসির টেকনিশিয়ান বাপ্পীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক গৃহবধূকে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া এসির টেকনিশিয়ান বাপ্পীর এ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) তাকে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আপনান সুমী তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। বাপ্পী বাসায় এসি ঠিক করতে এসে সুযোগমতো ৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার সময়ে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নারীর লাশের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here