বাগেরহাট মহিলা কলেজে ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান।

0
0

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু- ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এস,এম,রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তার স্বাগত বক্তব্যে বলেন,ক্রীড়া হলো শরীর গঠনের মুল চালিকাশক্তি। ক্রীড়া প্রদর্শন এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল এবং আর্থিক অনটন দুরীভুত করে সুপার স্টারে পরিনত হয়ে দেশের গৌরব অর্জন বিশ্বের বুকে সুনাম দক্ষতা মেধা মননশীলতার মাধ্যমে স্বর্ন হিরক সহ কোটি কোটি টাকা আয় যা দেশের দুঃস্থদের কল্যানে মানব সেবায় ব্যায় করে মহৎ এবং প্রকৃত দেশপ্রেমীক হিসেবে অবদান রাখা সম্ভব।লেখা পড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা মেয়েরা প্রতিনিয়ত দেশের কল্যানে অবদান রেখে চলেছে।প্রফেসর রফিকুল ইসলাম বলেন,বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনা পয়সায় লেখাপড়ার সাথে ক্রীড়া অনুশীলনের যে অবারিত সুযোগ করে দিয়েছেন তা আগামি প্রজন্মের জন্য মাইলফলক।প্রায় দুবছর করোনার প্রভাবে কলেজের এমন অনুষ্ঠান নবীন বরন সব কিছুই স্থবির হয়ে পড়ে।প্রধান অতিথি বলেন, সরকার প্রধান তিনি মেয়েদের বিএ পাস পর্যন্ত বিনা বেতনে এবং উপবৃত্তি ও মেধাবীদের বিশেষ বৃত্তির সুবিধা করে দিয়েছেন বলে সুবিধাবঞ্চিত মেয়েরা আজ লেখাপড়া করে পরিবারের আর্থিক অনটনে সংসারে সাহায্য করছে চাকরি এবং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে।আর একেই বলে নারীর ক্ষমতায়ন।

 

কলেজের ৪৬০ জন শিক্ষার্থী ২৮ টি ইভেন্টে অংশ নেয়।রোববার সকাল ৯টার দিকে কলেজের বিশাল সবুজ চত্বরে শান্তির পায়রা কবুতর বেলুন আর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।বিকেলে ক্যাম্পাসের শহীদ মিনার বেদীতে চলার পথে ক্ষনিক দেখা,আইসো গো আমার বাড়িতে, প্রেমের দরজা দাওনা খুলে, দেশত্ববোধক সংগীত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো কলেজ চত্বরে ভিন্ন আমেজ পরিলক্ষিত হয়।সন্ধ্যায় পুরস্কার বিতরন করা হয় বিজয়ীদের। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার, অনুষ্ঠান সঞ্চালন করেন মুনিয়া আনাম মনা সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আহবায়ক কাজল কুমার গুহ।কলেজের সকল ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সাংবাদিক সুধী গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here