হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের শাহবাগ অবরোধ

0
0

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থী ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকে।

এসময় তারা হরতালের সমর্থনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি- বন্ধ করো করতে হবে’, ‘দ্রব্যমূল্য কমিয়ে দে- নইলে গদি ছেড়ে দে’, ‘দোকানপাট খুলবে না- গাড়ির চাকা ঘুরবে না’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

হরতালের সমর্থনে জোটের নেতারা বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কিভাবে টিকে আছে খেয়াল করলেই চোখে পড়বে। টিসিবির ট্রাকের পিছনে ছুটছে, মারামারি করছে। অথচ এই সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগান টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here