আশিকুরকে বাবা ও শিক্ষকের হাতে তুলে দিল ডিবি, বললো ‘ভালো ছেলে’

0
8

অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে বাবা ও নিজ বিভাগের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রোববার সন্ধ্যায় ওই ছাত্রকে ডিবি কার্যালয়ে অভিভাবকের হাতে তুেলে দেওয়া হয়। এ সময় ডিবি কর্মকর্তারা ওই ছাত্রকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দেন।

শনিবার রাত ১২টার দিকে আজিমপুরের ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী আশিকুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

তার সন্ধান ও মুক্তি দাবি করে বাবা, শিক্ষক, সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা রোববার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। এরপর সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান আশিকুরের বাবা সিরাজুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here