ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার প্রতিবাদে ও তার সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা।
এর আগে শনিবার রাতে রাজধানীর আজিমপুরের বাসা থেকে ডিবি পরিচয়ে আশিকুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আশিককে তুলে নিয়ে যাওয়ার সময় জানানো হয়েছিলো যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি।
মানববন্ধনে আশিকের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আমি সকালে তার বন্ধুদের মাধ্যমে শুনে বিশ্ববিদ্যালয়ে আসি। গতকাল রাত বারোটার দিকে তাকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যায়। আমি লালবাগ ও শাহবাগ থানায় গিয়েছিলাম সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কিন্তু উনারা জিডি গ্রহণ করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি চাই অতি দ্রুত আশিককে আমাদের মাঝে ফিরিয়ে দিক।’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা ঊষাণ আরা বাদল বলেন, ‘আমি আমার ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করছি। এটা আসলেই একটা মর্মান্তিক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে। আমরা দ্রুত তাকে ফিরে পাব বলে আশা করছি।’
ওই বিভাগের শিক্ষার্থী আশরেফা রহমান বলেন, ‘আমাদের বিভাগের বড় ভাই আশিকুর রহমানকে ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয়। আমরা আসলে জানি না তারা কারা ছিলো। ডিপার্টমেন্ট থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তারা আমাদের কোনো সঠিক জবাব দেয়নি। যে কাউকে গ্রেফতারের জন্য সুস্পষ্ট অভিযোগ লাগে, অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না।’
তিমি বলেন, ‘অপরাধ দমনের নামে হুটহাট নিরাপদ মানুষকে তুলে নিয়ে যাওয়া কোনো দেশের সংবিধান স্বীকৃত না। এটা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা প্রশাসন আমাদের সেটিও স্পষ্ট জানায়নি। তবে যতটুকু জানতে পেরেছি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আসলে কী জিজ্ঞাসা করবে, কোন বিষয়ে জিজ্ঞাসা করবে -সুস্পষ্ট কিছু জানানো হয়নি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।
অপর এক শিক্ষার্থী সাদমান রাফি বলেন, ‘যে সময়ে আমাদের ক্লাসে থাকার কথা সে সময়ে আমরা রাজু ভাস্কর্যে মানববন্ধন করছি, একত্রিত হতে হয়েছে। কারণ হলো আমাদের বিভাগের বড় ভাই আশিকুর রহমানকে গতকাল রাতে কে বা কারা তাকে কোথায়, কেন তুলে নিয়ে গিয়েছে। এখন পর্যন্ত তিনি কোথায় আছে আমরা তা জানি না। আমরা শুধু এতোটুকু জানি তিনি আমাদের মাঝে নেই এবং এবিষয়ে আমরা, আমাদের শিক্ষকরা প্রশাসনের সাথে কথা বলি তাদের কাছে আমরা কোনো সদত্তোর পাইনি। আমাদেরকে বলা হয়েছে, আশিক ভাইকে ট্রেস করা মাত্রই আমাদেরকে জানানো হবে। এই সময়টা কতটুকু তা স্পষ্ট করে বলা হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর বিষয়টি দেখছেন। আমরা আইন শৃঙ্খলা বিভাগের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা করছি। ডিবির মাধ্যমে জানার চেষ্টা করছি। আমরা তাদেরকে তথ্য দিয়েছি। তারা খোঁজ নিয়ে জানাবে বলেছে। তবে এখন পর্যন্ত মিসিং বলা যাবে না।’