শুভ সন্ধ্যার মধ্যেই কিভাবে নতুন করে কার্ফু জারি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এ কারফিউর ঘোষণা দিয়েছেন।
ভিটালি ক্লিটসকো তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ পুনরায় কারফিউ জারি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ কারফিউ শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চলবে।
কিয়েভের মেয়র বলেছেন, বিমান হামলার বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানো হলে কিয়েভের বেসামরিক নাগরিকরা বাইরে বের হতে পারবেন এবং শেল্টার বা আশ্রয়কেন্দ্রে যেতে পারবেন। এছাড়া কারফিউ চলার সময় তারা বাইরে বের হতে পারবেন না।
ভিটালি ক্লিটসকো আরো বলেছেন, কারফিউ চলার সময় গণপরিবহন, দোকান, ফার্মেসি ও পেট্রোল পাম্প বন্ধ থাকবে।
এর আগেও বেশ কয়েকবার কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। সর্বশেষ মার্চের ২১ ও ২৩ তারিখে ৩৫ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়। ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর কিয়েভে এসব কারফিউ জারি করা হয়।
সূত্র : আল-জাজিরা