অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাঝে টেস্ট সিরিজ হেরে গেছে পাকিস্তান। ১-০তে সিরিজ জিদে নেয় অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট ড্র হলেও, তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিন অস্ট্রেলিয়ার সাথে আর লড়াই করে উঠতে পারেনি পাকিস্তান। ১১৫ রানের ব্যবধানে শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাবর আজমের দল।
পাকিস্তানের এমন পরাজয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক অনেক ক্রিকেটার। এর মধ্যে আছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারও। নিজের ইউটিউব চ্যানেলে আখতার জানান, খুবই হতাশাজনক সিরিজ। পিসিবি ও খেলোয়াড়রা জয়ের জন্য খেলেনি। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে। তাদের জন্য টুপিখোলা সম্মান।
প্রথম টেস্টে ব্যাট হাতে রানের বন্যা বইয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। দুই ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ব্যাটাররা। ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা নিয়ে তিন ব্যাটার সেঞ্চুরি করেন। পরে আইসিসির পক্ষ থেকে গড়পড়তা রেটিংয়ের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পায় রাওয়ালপিন্ডি টেস্ট।
লাহোর টেস্টের শেষ দু’দিন কিছুটা রোমাঞ্চের আভাস দিয়েছিলো। তবে পাকিস্তানের দুই ব্যাটার অধিনায়ক বাবর আজমের ১৯৬ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১০৪ রানে ম্যাচটি ড্র করতে পারে পাকিস্তান।
কিন্তু শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে নিজেদের অসহায়ত্ব দেখায় পাকিস্তানের ব্যাটাররা। ৩৫১ রানের লক্ষ্যে শেষ দিনে ২৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচের সাথে-সাথে সিরিজও হারে বাবরের দল।
পুরো সিরিজে কোনো ম্যাচেই পাকিস্তান জয়ের জন্য খেলেনি বলে মনে করেন আখতার। শুধুমাত্র টিম ম্যানেজমেন্টই নয়, বোর্ডেরও লক্ষ্য সিরিজ জয় ছিলো না, এমনই বললেন আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় আখতার বলেছেন, ‘খুবই হতাশাজনক সিরিজ, একদম নির্বোধের মতো খেলা। পিসিবি ও টিম ম্যানেজমেন্ট – উভয়ই সিরিজ ড্র করার কথা ভেবেছে। তারা জিততে চায়নি, প্রতিপক্ষককেও জিততে দিবে না। ড্র দিয়েই সিরিজ শেষ করে দেয়া যাক।’
তবে সিরিজ জয়ী অস্ট্রেলিয়ার প্রশংসা করতে পিছপা নন আখতার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য টুপিখোলা সম্মান। তারা জয় পাওয়ায় আমি সত্যিই অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোনো খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসে সাহসী ক্রিকেট খেলেছে।’
আখতার আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা জানতো না, এসব কন্ডিশনে কখন বল রিভার্স করে। তারপরও স্টার্ক-কামিন্স নিজেদের যোগ্যতা দেখিয়েছে। লায়ন, আগে কখনো পাকিস্তানে খেলেনি। কিন্তু সেও শেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছে।