ইউক্রেনে রাশিয়ান সাংবাদিক নিহত

0
0

ইউক্রেনে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ করছে রাশিয়া। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ওকসানা বাউলিনা নামে একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তার সাথে আরও একজন বেসামরিক নাগরিক নিহত ও দু’জন আহত হয়েছেন। খবর বিবিসির।

 

খবরে বলা হয়েছে, কিয়েভের পোডিল ডিসট্রিক্ট-এ রাশিয়ান সেনাবাহিনীর হামলার পর একটি ধ্বংসযজ্ঞের ভিডিও করছিলেন রাশিয়ার ওই সাংবাদিক।

 

বাউলিনা এর আগে রাশিয়ান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের জন্য কাজ করেছেন এবং জেলে বন্দি থাকা বিরোধী দলীয় নেতার পক্ষে কাজ করায় তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল।

 

বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লিভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। বাউলিনার মৃত্যুতে তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দ্য ইনসাইডার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here