বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুদলই। তাই তৃতীয় এবং শেষ ওয়ানডে হলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে টসভাগ্যে হেসেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের দাপুটে জয় তুলে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যায় ৭ উইকেটে। তবে এই ম্যাচ জিতলে টাইগাররা প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিতবে।
সেই ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। এ নিয়ে দুই সিরিজের টানা ৬ ম্যাচে একই একাদশ খেলাতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষেও একই একাদশ খেলিয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকা আজ খেলবে এক পরিবর্তন এনে। আগের ম্যাচে চোট পাওয়া পেসার ওয়েইন পারনেলের বদলে আজ দলে খেলবেন ডোয়াইন প্রিটোরিয়াস।
আবহাওয়া পূর্বাভাস বলছে, রোদ ঝলমলে দিন হবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পিচ রিপোর্ট বলছে, শেষ ওয়ানডে ম্যাচও হতে যাচ্ছে তিনশ’ রানের খেলা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, লুঙ্গি এনগিডি।