বাগেরহাটে সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের  সাথে অভিভাবক ফোরামের মতবিনিময় সভা 

0
0

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের নেতৃবৃন্দের সাথে সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২২মার্চ) দুপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভায় কক্ষে ভাপপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অভিভাবক ফোরামের আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, সদস্য সচিব কল্লোল সরকার, সদস্য সৈয়দ শওকত হোসেন, সরদার আ: রব, নবীর উদ্দিন হাওলাদার, আবিদা খান ললী এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকতৃবৃন্দরা। সভায় স্কুলটির ক্লাস রুমের স্বল্পতা, স্কুল ছুটি কালীন সময়ে বখাটেদের উপদ্রপসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক মণ্ডলী ও অভিভাবক সদস্যরা আলোচনা করেন। অভিভাবক ফোরামের পক্ষ থেকে নতুন যোগদানকৃত শিক্ষকদের স্বগত জানানো হয় এবং স্কুলের যে কোন নৈতিক দাবীর পক্ষেষ অভিভাবক ফোরাম তাদের পাশে আছে বলে আশ্বস্ত করা হয়।

 

বাগেরহাটে চুরির অভিযোগে মামলা দায়ের

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট পৌরসভার সোনাতলা গ্রামের একটি চুরি ঘটনায় মামলা দ্বায়ের করেছে ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ মার্চ সোনাতলা গ্রামের শফিউদ্দিন ফকিরের পুত্র জহির উদ্দিনের নির্মানাধীন বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়। ঐদিন সকালে নির্মানাধীন বাড়ির চিতলায় নির্মান কাজে ব্যবহৃত মালামাল রক্ষিত কক্ষের তালা ভাঙ্গা দেখে রুমে প্রবেশ করে দেখতে পায় পানির মটর একটি, তিনটি গ্রান্ডিং মেশিন, ভাইব্রেশন মেশিন, বিল্ডিংয়ের সেনেটারি ফিটিংস এক বস্তা, ইলেকট্রিক ক্যাবল, কিচে সিংক ৩টি,শাবল ৫টি, এডজাষ্ট ফ্যান ৫টিসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয় যার মূল্য প্রায় ১লক্ষ ৩৮হাজার ৪ শত টাকা। এ ঘটনায় জহির উদ্দিন বাদিহয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here