চকরিয়ায় দুই বোনকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
0

কক্সবাজারের চকরিয়ায় ঘুমের ওষুধ সেবন করিয়ে দুই বোনকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

র‌্যাব-১৫ ব্যাটালিয়নের কক্সবাজার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধর্ষণ মামলার আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে (২৬) গ্রেপ্তার করা হয়। জুয়েল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে চাঞ্চল্যকর দুই বোন ধর্ষণ মামলায় প্রধান আসামি। তিনি ওই ইউনিয়নের লম্বাখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মামলার এজাহারের বরাতে র‌্যাব অধিনায়ক বলেন, ২০২১ সালের ২২ জুন বদরখালী ইউনিয়নের লম্বাবিল এলাকার একটি পরিবার তাদের তরুণী কন্যাকে বাড়িতে একা রেখে অন্যত্র বেড়াতে যান। ওইদিন রাতে একা থাকতে ভয় পাওয়ায় তরুণী পাশের বাড়ির চাচাতো এক বোনকে ডেকে এনে ঘুমাতে যান। পরিবারের অন্য কোনো সদস্য না থাকার সুযোগে জুয়েল বাড়িতে কৌশলে প্রবেশ করেন। পরে দুই বোনকে কৌশলে তিনি ঘুমের ওষুধ সেবন করায়। এতে অজ্ঞান হয়ে পড়লে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করেন।

 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এক পর্যায়ে দুই বোনের জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে অবহিত করেন। ভুক্তভোগী দুই বোনের স্বজনরা ঘটনার ব্যাপারে চকরিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। এতে ধর্ষণের আলামত পাওয়ায় ভুক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে জুয়েলকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনাটি নানা মহলে ব্যাপক আলোচিত হয়।

খাইরুল বলেন, ধর্ষণ ঘটনার পর থেকে মামলার আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here