বাগেরহাট প্রতিনিধি :রহিমা খাতুন (১৮), পিতার নাম- আবু তাহের শেখ, মাতার – মনিরা বেগম, সাং- তেকাটিয়া, উপজেলা- ফকিরহাট, জেলা বাগেরহাট । ১৯মার্চ শনিবার দুপুর ২টার পর থেকে খুলনার শিশু হাসপাতাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোজ রহিমার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল হলুদ রং এর কামিজ, সাদা পায়জামা, সাদা রং এর ওড়না,পায়ে জাম রং এর পন্স। এ ঘটনায় খুলনা সদর থানা সাধারন ডায়রি করা হয়েছে যার নং-১৩২২ তারিখ-২০/০৩/২০২২ ইং।
মাতার নাম- মনিরা বেগম বলেন, রহিমা খাতুন শনিবার দুপুরের দিকে খুলনা শিশু হাসপাতাল থেকে পানি আনতে গিয়ে আর ফিরে আসে নাই। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেউ রহিমা খাতুনের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার মাতা মনিরা বেগম। হারেফা খাতুন আরিফা, পিতা- মৃত: শেখ আব্দুল জলিল,সাং- রনভ’মি, উপজেলা- জেলা বাগেরহাট। মোবাইল নং ০১৭৩৬-৫৯৭৭৪৬।
বাগেরহাটে চুরির অভিযোগে মামলা দায়ের
বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট পৌরসভার সোনাতলা গ্রামের একটি চুরি ঘটনায় মামলা দ্বায়ের করেছে ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ মার্চ সোনাতলা গ্রামের শফিউদ্দিন ফকিরের পুত্র জহির উদ্দিনের নির্মানাধীন বাড়িতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়। ঐদিন সকালে নির্মানাধীন বাড়ির চিতলায় নির্মান কাজে ব্যবহৃত মালামাল রক্ষিত কক্ষের তালা ভাঙ্গা দেখে রুমে প্রবেশ করে দেখতে পায় পানির মটর একটি, তিনটি গ্রান্ডিং মেশিন, ভাইব্রেশন মেশিন, বিল্ডিংয়ের সেনেটারি ফিটিংস এক বস্তা, ইলেকট্রিক ক্যাবল, কিচে সিংক ৩টি,শাবল ৫টি, এডজাষ্ট ফ্যান ৫টিসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয় যার মূল্য প্রায় ১লক্ষ ৩৮হাজার ৪ শত টাকা। এ ঘটনায় জহির উদ্দিন বাদিহয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬)।