ইউক্রেন সরকার অভিযোগ করেছে, রুশ সেনারা তিন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে গেছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিতপোল থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে। চলমান অভিযানে ইতিমধ্যে মেলিতপোল শহরটির নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। এ শহর থেকেই এবার তিন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ মেলিতপোলে রুশ দখলদারেরা তিন ইসরায়েলি নাগরিককে “অপহরণ” করেছে। তাঁরা হলেন তাতিয়ানা কুমোক ও তাঁর মা-বাবা ভেরা ও মিখাইল কুমোক।’
ওই ফেসবুক পোস্টে মিখাইল কুমোককে ‘প্রকাশক’ হিসেবে এবং কোম্পানির মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরিনা ভেরেশচুক রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে ইসরায়েলের অবস্থান নিয়ে ইউক্রেনীয় ইহুদি ও অন্য ইউক্রেনীয়রা হতাশ। আমি নিশ্চিত যে ইসরায়েলি জনগণ ইউক্রেনের পক্ষে আছে।’
উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে এখন পর্যন্ত ইসরায়েলকে সতর্কভাবে ভারসাম্যপূর্ণ নীতি মেনে চলার চেষ্টা করতে দেখা গেছে। মস্কোকে না খেপিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। শান্তি আলোচনা আয়োজনেরও চেষ্টা করছে ইসরায়েল। ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর মধ্যেই গত রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভার্চ্যুয়ালি ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের কাছে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রিতে ইসরায়েলের অনীহা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিন ইসরায়েলের আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘প্রত্যেকে জানেন, আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।’ জেলেনস্কি নিজেও ইহুদি পরিবারের সন্তান।