শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

0
32

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।

 

এদিকে সোমবার সকালে ডুবে যাওয়া লঞ্চ আফসার উদ্দিন ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম।

 

রোববার রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রাতভর চেষ্টার পর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাঝনদী থেকে লঞ্চটিকে টেনে তীরে আনতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

 

রোববার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল লঞ্চটি। নারায়ণগঞ্জের আল আমিন নগরের কয়লাঘাটে এমভি রূপসী নামের একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় এমএল আফসার উদ্দিন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here