ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণ করুন : মারিউপোলে রুশ ডেডলাইন

0
0

রাশিয়া আজ সোমবার স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে (জিএমটি ০২.০০) তাদের হাতে মারিউপোলকে সমর্পণ করার জন্য ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছে। পূর্বাঞ্চলীয় এই বন্দর নগরীতে মানবিক বিপর্যয় রোখার জন্য এই নির্দেশ দেয়া হয়েছে বলে রুশ পক্ষ থেকে বলা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ব্রিফিংয় রুশিয়ান ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনটসেভ বলেন, ‘আপনারা অস্ত্র সমর্পণ করুন।’

তিনি বলেন, ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। যারা তাদের অস্ত্র সমর্পণ করবে, তাদেরকে নিরাপদে মরিপল থেকে বের হওয়ার নিশ্চয়তা দেয়া হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে মারিউপোলে ভয়াবহ বোমাবর্ষণের শিকার হয়ে আসছে। নগরীর চার লাখ লোকের অনেকই খাদ্য, পানি ও বিদ্যুতের মারাত্মক অভাবে ভুগছে।

মিজিনটসেভ বলেন, মস্কো সময় সোমবার সকাল ১০টায় মরিপল থেকে বের হওয়ার পূর্ব ও পশ্চিমগামী মানবিক করিডোর খুলে দেয়া হবে।

সূত্র : আল জাজিরা

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, ধ্বংস ইউক্রেনের সামরিক জ্বালানির ডিপো

আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এবার লক্ষ্য মাইকোলাইভের একটি তেলের গুদাম। ক্রিমিয়া এলাকা থেকে একটি মিগ-৩১কে বিমান থেকে কিনঝল ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। মুহূর্তে তা ধ্বংস করে দেয় বিরাট জ্বালানি তেলের গুদামকে। ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ইউক্রেন।

এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের অস্ত্র ব্যবহার করল রাশিয়া। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতি সম্পন্ন ১২৫০ মাইল পাল্লার হাইপারসনিক কিনঝল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। গত শুক্রবার, প্রথমবার কিনঝল ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনে ডেলিয়াটিনের অস্ত্রভান্ডার। এ বার লক্ষ্য হলো দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশের প্রতিবেশী মাইকোলাইভ প্রদেশের একটি জ্বালানি তেলের গুদাম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে ইগর কোনাশেঙ্কোভ জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের যাবতীয় সাঁজোয়া গাড়ির জ্বালানি তেল সরবরাহ করা হতো এই গুদাম থেকেই। ক্ষেপণাস্ত্র তা ধ্বংস করে দিয়েছে।

আধা টন ওজনের এই ক্ষেপণাস্ত্র ২৬ ফুট লম্বা। রাশিয়ার দাবি, কিনঝল ক্ষেপণাস্ত্রকে রোখার ক্ষমতা নেই পশ্চিমী কোনো দেশের। যুদ্ধ বিশেষজ্ঞদের একটি অংশের দাবি, ২০১৬ সালে সিরিয়ায় প্রথমবার এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। তবে মস্কো এবারো একই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কি না তা জানা যায়নি। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রের কথা জানান ২০১৮ সালে।

এ দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেয়া সাম্প্রতিকতম সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে যেকোনো বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তার আশঙ্কা, এবারো শান্তি বৈঠক নিষ্ফলা থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here