অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের প্রস্তাব দেয় রাশিয়া। ইউক্রেন এ প্রস্তাব প্রত্যাখান করেছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক মারিউপোলে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই উঠে না’।
ইউক্রেনস্কা প্রাভদাকে দেয়া এক সাক্ষাতকারে ভেরেশচুক বলেন, রুশ বাহিনী বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অনুমতি দেয়ার আগে আত্মসমর্পণের দাবি করছে।
তিনি আরো বলেন, রাশিয়া আমাদেরকে ‘জিম্মি করে’ তাদের দাবি আদাই করতে চাইছে।
এর আগে এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক কর্নেল-জেনারেল মিখাইল মিজিনেস্তভ ইউক্রেনীয় বাহিনীর উদ্দেশে বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবেন তাদের সবাইকে নিরাপদে মারিউপোল ছেড়ে যাওয়ার নিশ্চয়তা দেয়া হবে’।
তিনি আরো বলেন, সোমবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিউপোলের পূর্ব ও পশ্চিম দিকে বেসামরিকদের জন্য মানবিক করিডোর খুলে দেয়া হবে। এর আগে মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া দেয়ার এবং অস্ত্র সমর্পণের সুযোগ পাবে ইউক্রেন’।
সূত্র : আলজাজিরা ও রয়টার্স