রুশ সেনারা তাদের লক্ষ্য পূরণ করেই ছাড়বে: ভ্লাদিমির পুতিন – লিড নিউজআন্তর্জাতিক

0
15

একদিকে যখন ইউক্রেনে যুদ্ধের ভয়াবহতা চলছে তখন মস্কোতে চলছিল উৎসব। ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার ৮ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উপস্থিত বিপুল জনতাকে পুতিন বলেন: ইউক্রেনে রুশ সেনারা তাদের লক্ষ্য পূরণ করেই ছাড়বে।

ইউক্রেনের মারিওপোল শহরে এখনও ব্যাপক যুদ্ধ চলছে। শহরের বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেলেও সেখানে আটকে আছে বহু সাধারণ মানুষ। ইউক্রেনের মিকোলাইভ শহরের কাছে একটি সামরিক ব্যারাকে হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে তা মারিওপোল শহরের চেয়ে বেশি স্পষ্ট আর কোথাও নয়। টানা গোলাবর্ষণে শহরের ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন হয় ধ্বংস হয়ে গেছে, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু এই মারিওপোলেই কোনোভাবে টিকে আছেন বেসামরিক নাগরিকরা। বুধবার মারিওপোলের একটি থিয়েটার ভবনে হামলা হয়েছিলো-যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজারো মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন: থিয়েটারের বেইজমেষন্ট থেকে শুক্রবার ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে; তারপরেও সেখানে আটকে ছিলেন ১৩শ’র বেশি মানুষ।

যুদ্ধক্ষেত্রের বাইরে কূটনীতিতেও রাশিয়াকে প্রতিরোধের চেষ্টা ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন: ইউরোপীয় ইউনিয়ন তাদের আবারও আশ্বাস দিয়েছে যে ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তির আবেদন শিগগিরই বিবেচনায় নেয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here