জাতিসংঘের সুখ সূচকই প্রমাণ করে দেশে সমৃদ্ধি বেড়েছে: তথ্যমন্ত্রী

0
15

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাত ধাপ এগিয়ে গেছে। এটাই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।’ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, ‘সুখী ইনডেপে আগে বাংলাদেশ আগে ১০১তম ছিলো। সেখান থেকে এগিয়ে ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। যেখানে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের অবস্থান ১২১।’

হাছান মাহমুদ বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে যখন বিশ্ব অর্থনীতি প্রচণ্ড চাপের মধ্যে আছে। সেই সময়ে বাংলাদেশের মানুষের যে সুখ-সমৃদ্ধি বেড়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে অগ্রগতিই তার প্রমাণ। যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো, দেশবিরোধী অপপ্রচার না চালাতো তাহলে মানুষের সুখ সমৃদ্ধি আরও বাড়তো।’

 

এসময় বাজারে টিসিবির পণ্য বিক্রির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘যুদ্ধ ও করোনা পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। সরকার এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here