চট্টগ্রামে একটি চলন্ত ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থেমে যায় চলন্ত ইঞ্জিনটি। শনিবার (১৯ মার্চ) বন্দরনগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় ইসহাক ডিপোর সামনে ঘটে এ ঘটনা।
ট্রেনটি কোনো মালামাল ছাড়াই বন্দর থেকে বের হচ্ছিল। ধাক্কা লাগায় ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রাকটির সামনের অংশ দুমড়ে গেছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সার্জেন্ট মাসুদ। তিনি জানিয়েছেন, বিকেল ৪টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনাটি ঘটে।