ইউক্রেনের মানবিক পরিস্থিতির ক্রমাবনতির কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। কূটনীতিক সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসঙ্ঘে ব্রিটেনের কূটনীতিক মিশন বুধবার তাদের টুইটার একাউন্টে বলেছে, ‘রাশিয়া যুদ্ধাপরাধ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের প্রতি একটি হুমকি।’
এদিকে একই দিন সকালের দিকে রাশিয়া ইউক্রেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে করা খসড়া প্রস্তাবের বিষয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত করার আহ্বান জানিয়েছে।
এ ভোট শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে বুধবার ও পরে বৃহস্পতিবার বিকেলে এ ভোট হওয়ার কথা ছিল।