৪২৫, ১৯৬: বাবর মিরাকলে হারেনি পাকিস্তান!

0
0

চতুর্থ দিনের ক্ষীণ আশাই পঞ্চমীতে পেলো পূর্ণতা। করাচির মাঠেই লেখা হলো বাবর সাম্রাজ্যের নতজানু হওয়া আর ঘুরে দাঁড়ানোর উপাখ্যান। এক টেস্ট যেনো পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মুদ্রার এপিঠ-ওপিঠ দেখিয়ে গেলো।

নিজেদের প্রথম ইনিংসে অজিদের বিপক্ষে পাকিস্তান ছিল একেবারে তাসের ঘর।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৬। আর পাকিস্তান ১৪৮ রানেই অলআউট। বাবর আজমদের ঘরের মাঠে মুখ রক্ষার লড়াইয়েই নামতে হয়েছিল রীতিমতো। তবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েও ফলোঅনের লজ্জা দেয়নি স্বাগতিকদের।

দ্বিতীয় ইনিংসে তাই ৯৭ রান তুলেই বাবরদের হারানোর লক্ষ্য নিয়ে ইনিংস ঘোষণা করেছিল অজিরা। তবে ক্যাপ্টেন বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান পুরো গণেশটাই উল্টে দিলেন। গল্পকার হয়ে ঘুরিয়ে দিলেন একমুখী গল্পের মোড়। শুরুর ব্যাটিং বিপর্যয়টা সামনে নিলেন ইস্পাত কঠিন দৃঢ়তায়।

দুইশ’ রানের খুব কাছে গিয়ে থামলেন বাবর। বিরুদ্ধ পরিবেশে মাথায় হিমালয়সম চাপ নিয়ে ৪২৫ বল মোকাবেলা করেছেন পাকিস্তানি কাপ্তান, করেছেন ১৯৬ রান। তবে ১৭৭ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। পঞ্চম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৪৩ রান। ফলাফল ম্যাচ ড্র।

২ ম্যাচের সিরিজও শেষ পর্যন্ত থাকলো অমিমাংসিত। ২৪ বছর পর পাকিস্তানে খেলতে এসে কোনো জয় নিয়েই ফিরতে পারেনি না প্যাট কামিন্সরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here