ইউক্রেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোল শহর রাশিয়ার সেনারা অবরুদ্ধ করে রাখার কারণে সেখানে খাবার ও ওষুধ দ্রুত ফুরিয়ে আসছে। ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নানা প্রতিবন্ধকতার কারণে শহর ছেড়েও যাওয়ার পথ খোলা নেই তাদের জন্য।
সম্প্রতি মারিওপোলের একটি হাসপাতালের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। সেখানে প্রায় ৪০০-এর বেশি রোগী ও কর্মী আটকা পড়েছেন। খবর বিবিসির।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, হাসপাতাল প্রাঙ্গণ থেকে এখন ইউক্রেনের সেনাদের অবস্থানে হামলা চালানো হচ্ছে।
মারিওপোলে আনুমানিক চার লাখ মানুষের বাস। শহরে পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। এর মধ্যে শহর ছেড়ে যেতে পারছেন না বাসিন্দারা। এ ছাড়া একে অন্যের সঙ্গে যোগাযোগও হয়ে উঠেছে জটিল।
দিমিত্র হরশাকভ নামের এক ব্যক্তি বলেন, আমার ৫৭ বছর বয়সি মা ওই হাসপাতালে ছিলেন। আমি এ আঞ্চলিক হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের জন্য যোগাযোগ করেছিলাম কিন্তু পাওয়া যায়নি। আমি মারিওপোলে অনেককেই চিনি যাদের বাবা-মা স্বাস্থ্যকর্মী এবং তারা হাসপাতালে রয়েছেন।এখন রাশিয়ার আহত সেনাদের এ হাসপাতালে নেওয়া হচ্ছে। এখানে বেশ ভালো চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আর প্রশাসনিক টিমকে রাখা হয়েছে বেসমেন্টে।
এদিকে আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস এ পরিস্থিতিকে ‘জাগ্রত অবস্থায় দুঃস্বপ্ন’ দেখার সঙ্গে তুলনা করেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
মারিওপোলে সংঘাত ভয়াবহ রূপ নেওয়ার অন্যতম কারণ হলো— এ শহর আজভ সাগরের এমন এক জায়গায় অবস্থিত যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ান বাহিনী এবং পূর্ব ইউক্রেনে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সেনাদের বিভক্ত করে রেখেছে।