চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরমার দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তৎপরতায় বেলা পৌনে একটার দিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রংপুর থেকে ছেড়ে আসা নিউ এডিশন নামের যাত্রীবাহী বাসটি ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই বাসের বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। তবে আগুনের পরিমাণ কম থাকায় বাসের যাত্রীরা সেটা অনুমান করতে পারেননি। পরে চলন্ত আরেকটি গাড়ির চালক বিষয়টি খেয়াল করে বাসের চালককে জানালে দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা গাড়ি থেকে নামার পরপরই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।