যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আমরা সেনা পাঠাব না।
শুক্রবার তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
বাইডেন টুইটারে লেখেন, আমি স্পষ্ট করে দিতে চাই, ঐক্যবদ্ধভাবে আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবো। কিন্তু আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি লড়াইয়ের অর্থ হলো— তৃতীয় বিশ্বযুদ্ধ।
যদিও যুক্তরাষ্ট্র আগে থেকেই ইউক্রেনে সেনা পাঠানোর অনিচ্ছার কথা জানিয়ে আসছে।
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন ও তার দেশের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।
সর্বশেষ শুক্রবার রাশিয়া থেকে অ্যালকোহল, সামুদ্রিক খাবার ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন। এ ছাড়া রাশিয়ার ধনকুবেররা নানা ধরনের নিষেধাজ্ঞায় পড়ছেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।