ইউক্রেনে রুশ বাহিনীর নতুন আতঙ্ক অ্যাজভ ব্যাটেলিয়ন

0
17

প্রতি মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এমন প্রতিরোধের মুখে পড়ছে রুশ বাহিনী। বিশেষ করে রুশ ট্যাংক আর সাজোয়া যানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ বহরকে ঠেকিয়ে দেয়ার সফলতায় নিয়মিত বাহিনীর পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরও একটি নাম, অ্যাজভ ব্যাটেলিয়ন। সম্মুখ সমরে যারা রুশ সেনাদের জন্য যারা পরিণত হয়েছে আতঙ্কের আরেক প্রতিশব্দে।

 

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ‘অ্যাজভ ব্যাটেলিয়ন’। ইউক্রেনের এই স্পেশাল ফোর্স, বড় ভূমিকা রাখছে রুশ আর্মড ডিভিশনকে রুখে দিতে। তবে উগ্র শ্বেতাঙ্গপন্থী এ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। নাৎসি আদর্শের ধারক-বাহক অ্যাজভ বাহিনীর ওপর দীর্ঘ সময় ধরে কড়াকড়ি ছিল পশ্চিমাদের। তবে রুশবিরোধী অভিযানের পর এখন অনেকটাই পাল্টেছে অ্যাজভ বাহিনীর প্রতি তাদের অবস্থান।

ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনীর স্পেশাল ফোর্স অ্যাজভ ব্যাটালিয়ন। বাহিনীটিতে রয়েছে প্রায় আড়াই হাজার সদস্য। মূলত পদাতিক বাহিনী হলেও, বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী অ্যাজভ ব্যাটেলিয়নের সদস্যরা। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে বড় ধরনের সফলতা পেয়েছে অ্যাজভ বাহিনী।

 

২০১৪ সালে দোনেৎস্ক এবং লুহানস্কে রুশ আগ্রাসনের সময় গড়ে তোলা হয় অ্যাজভ ব্যাটালিয়ন। মূলত রুশ বিদ্রোহীদের দমাতেই নিয়ো নাৎসি ও শ্বেত আধিপত্যের মতাদর্শে বাহিনীটি গঠন করে ইউক্রেন। প্যাট্রিয়ট অব ইউক্রেন এবং সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি নামের উগ্রবাদী দুটি গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলা হয় অ্যাজভ। সৃষ্টির পর থেকেই বাহিনীটির পিছু নেয় বিতর্ক। সৃষ্টির পর থেকেই অশ্বেতাঙ্গ, সংখ্যালঘু এবং রোমা সাম্প্রদায়ের নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগ ওঠে অ্যাজভ ব্যাটেলিয়নের বিরুদ্ধে। ২০১৬ সালে বাহিনীটির বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ আনে জাতিসংঘ। এরপরই এটিকে কালোতালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র এবং কানাডা।

 

তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর পশ্চিমা শক্তির কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে অ্যাজভ বাহিনীর। তুলে নেয়া হয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও। এর মাধ্যমে নাৎসী আদর্শের হওয়া সত্বেও পশ্চিমাদের সমর্থন পেলো অ্যাজভ ব্যাটালিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here