ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র গ্রেফতার, জেলেনস্কির প্রতিবাদ

0
0

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মেলিটোপোল শহরের মেয়রকে গ্রেফতার করেছে রুশপন্থী যোদ্ধারা। তবে এ বিষয়টির তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এমন ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে সিএনএন।

শুক্রবার সকালে ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে আটক করা হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে একটি সরকারি ভবন থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে রুশপন্থী যোদ্ধারা।

এর কিছুক্ষণ পরে রাশিয়া সমর্থিত লুহানস্ক অঞ্চলের প্রসিকিউটর (সরকারি আইনজীবী) দাবি করেছেন, মেয়র ইভান ফেডোরভ (রুশপন্থী ইউক্রেনীয়দের বিরুদ্ধে) বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

মেলিটোপোল শহরের মেয়রকে গ্রেফতার করার বিষয়টিতে তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, মেলিটোপোল শহরের মেয়রকে গ্রেফতার করা হলো গণতন্ত্রের ওপর আঘাত। এ ঘটনায় রাশিয়ান আক্রমণকারীদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। রাশিয়ানরা এখন আর ইউক্রেনীয়দের কোনো সমর্থন পাবে না।

সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here