রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে আরব অঞ্চলের ১৬ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে আসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবুজ সংকেত পাওয়া গেছে।
শুক্রবার (১১ মার্চ) রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবক পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান বাহিনীর সঙ্গে একসাথে লড়তে প্রস্তুত।
রাশিয়ান নিরাপত্তা পরিষদে পুতিন বলেন, এসব স্বেচ্ছাসেবকরা দোনবাসে বসবাসরত মানুষদের সাহায্য করার জন্য যুদ্ধে যোগ দিতে চায়। টাকার জন্য না।
পুতিন তাই ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়তে এসব স্বেচ্ছাসেবকদের অনুমতি দিতে চান। এছাড়া রুশ সমর্থিত বাহিনীর হাতে আটক পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র এসব স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিতে চান
তিনি। খবর আল জাজিরা ও হিন্দুস্থান টাইমসের।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাতে এই অভিযান শুরু করেন পুতিন। এবং অভিযানের নাম দেন ‘বিশেষ সামরিক অভিযান।’ এরপর থেকে প্রায় ২০ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সংঘাতে ইউক্রেনের বেসামরিক বহু বেসামরিক নাগরিকসহ হতাহত হয়েছেন দুই পক্ষের সামরিক সদস্যরা। কয়েক দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি তেমন কোনো সমাধান। অপরদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো।