মানবিক করিডরের সুযোগে ৪ লাখ বেসামরিক মানুষকে সরিয়েছে ইউক্রেন

0
0

মানবিক করিডরের সুযোগে ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে ৪ লাখের মতো বেসামরিক মানুষকে সরানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

তারা জানায়, রাজধানী কিয়েভ ও চারপাশের ছোট শহরগুলো থেকে কমপক্ষে ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তবে সর্বোচ্চ সামি প্রদেশ থেকে ৬০ হাজার অধিবাসীকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। এছাড়া খারকিভ অঞ্চল থেকে উদ্ধার হয়েছেন আরও তিন হাজার বাসিন্দা।

 

মানবিক বিপর্যয় এড়াতে তিন দফা সীমান্ত বৈঠক করে যুদ্ধরত পক্ষগুলো। তাতেই সাময়িক অস্ত্রবিরতির মাধ্যমে বাসিন্দাদের সরানোর সিদ্ধান্ত আসে। প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ২৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। সিংহভাগই গেছেন পোল্যান্ডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here