ভলনোভাখা দখলে নেয়ার দাবি রুশপন্থীদের

0
0

ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেয়ার দাবি করেছে দেশটিতে অবস্থানরত রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের একটি গ্রুপ। খবর বিবিসির।

 

শুক্রবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বিবিসি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বিবিসিকে বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একদল সৈন্য ভলনোভাখাকে মুক্ত করেছে।

 

এর আগে, শুক্রবার সকালে লুৎস্ক, নিপরো ও ইভানোফ্রাঙ্কিভস্কসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন শহর রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে বলেও জানা গেছে।

 

প্রসঙ্গত, মারিওপোলের উত্তরে অবস্থিত ভলনোভাখা কৌশলগতভাবে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here