বন্ধুত্বপূর্ণ নয়’ এমন দেশে পণ্য রফতানি নিষিদ্ধ করলো রাশিয়া

0
18
epa08129810 Russian President Vladimir Putin leaves after delivering his annual address to the Federal Assembly at the Manezh Central Exhibition Hall in Moscow, Russia, 15 January 2020. About 1,300 people including lawmakers of Russian two-chamber parliament, Government members, heads of the Constitutional and Supreme courts, and regional governors, were invited to attend the event. About 900 Russian and foreign journalists were accredited to cover the event. EPA-EFE/SHAMIL ZHUMATOV / POOL

বন্ধুত্বপূর্ণ নয়’ এমন দেশসমূহে পণ্য রফতানি নিষিদ্ধ করেছে রাশিয়া। এর পাশাপাশি দেশটিতে বাণিজ্যিক কর্মকান্ড পরিচালনাকারী পশ্চিমা কোম্পানিগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একের পর এক নিষেধাজ্ঞার জবাবে এবার এ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। খবর বিবিসি।

 

রফতানি নিষিদ্ধ করা পণ্যের মধ্যে আছে টেলিকম, চিকিৎসা সামগ্রী, কৃষি পণ্য, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, গাড়ি, রেলের বগি, কন্টেইনার, টারবাইন ও কাঠ।

 

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন স্বাক্ষরিত ওই সরকারি আদেশে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২০২২ সালের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্তত ৪৮টি দেশ ক্ষতিগ্রস্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here